কাপ্তাই রাইখালীর ডলুছড়িতে পারিবারিক কলহে এক ব্যক্তির আত্মহত্যা।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে বাঁশের সাথে (আড়া) ঝুলে মো. মাসুম (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
২৯ ডিসেম্বর রোববার রাত ১০টা হতে সাড়ে ১০টার মধ্যে রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডলুছড়ি এলাকায় পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। তিনি ওই এলাকার মো. দেলোয়ার হোসেনের পুত্র।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম জানান, লোকটি পেশায় একজন নৌকার মিস্ত্রি। পুলিশ জানান, ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামালের নেতৃত্বে সোমবার ৩০ ডিসেম্বর পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গের উদ্দেশ্য প্রেরণ করা হয়।
Comments
Post a Comment