রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ এর ১ সদস্য নিহত।



রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ এর ১ সদস্য নিহত। 


পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। এ সময় গুলিতে অজ্ঞাত একজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার লংগদু সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন কিচিংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, নিরাপত্তা বাহিনী ইউপিডিএফ-প্রসীতের সশস্ত্র সদস্যের বিরুদ্ধে অভিযান পরিচানাকালে ইউপিডিএফ প্রসীতের এক সশস্ত্র সদস্য (অজ্ঞাত) নিহত এবং ৪-৫ জন আহত হয়েছেন।


ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত দলের সদস্যদের ব্যবহৃত একটি রাইফেল এম-৪, ১২টি মোবাইল, ৩টি ইউনিফর্ম ও ২টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।


ওই এলাকায় সাংগঠনিক কাজে অবস্থান করেছিল ইউপিডিএফ প্রসীতের একটি সক্রিয় দল। এ সময় নিরাপত্তা বাহিনী অভিযান চালালে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় ১০-১২ জনের একদল সশস্ত্র ইউপিডিএফ। এসময় বন্দুক যুদ্ধে গুলি বিনিময়ে এতে ঘটনাস্থলে নিহত হন অজ্ঞাত ইউপিডিএফ কর্মী। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থল যান লংগদু থানা পুলিশ।


লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের খবর পেয়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর আদলে পোশাক পরিহিত অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনা জানতে অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে।

Comments