জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত :
জেবলু তনচংগ্যা, রাঙামাটি প্রতিনিধি।
সম্মেলনে মো. হারুন অর রশীদকে সভাপতি এবং মো. বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়।
রাঙামাটি ইসলামী সেন্টারে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার আমীর অধ্যাপক আব্দুল আলিম। (জেবলু তনচংগ্যা, জেলা প্রতিনিধি, রাঙামাটি)
এদিকে মো. হানিফকে সভাপতি মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
মো. পারভেজ আলম খানকে সভাপতি এবং আব্দুল খালেক-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শ্রমিক পরিবহন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিগুলো ২০২৫-২৬ অর্থাৎ আগামী দু’বছর মেয়াদে শ্রমিকদের অধিকার আদায় এবং দলকে সুসংগঠিত করতে কাজ করবে।
Comments
Post a Comment