রাঙামাটির লংগদুতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেবলু তনচংগ্যা, রাঙামাটি প্রতিনিধি।
রবিবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদের মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
দিবসটিতে জাতীয়তাবাদী ছাত্রদল লংগদু উপজেলা শাখার আহবায়ক রায়হানুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব তানজির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আবু নাছির।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উপজেলার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা ছাত্রদল।
Comments
Post a Comment