পবিত্র শব-এ-বরাত উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যিকিরে মুস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

পবিত্র শব-এ-বরাত উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যিকিরে মুস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৪ ফেব্রুয়ারি-২০২৫ (শুক্রবার) রাত ১০ টা থেকে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী। 

যিকিরে মুস্তফা(দ.) মাহফিলে হামদ-নাত মানকাবাত, যিকির পরিবেশন করেন-- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাত-খাঁ শায়ের মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানভীর, শায়ের মাওলানা মুহাম্মদ তারেক হোসেন তানভীর,মাওলানা শায়ের নুর মোহাম্মদ, মাওলানা শায়ের মাহমুদুল হাসান প্রমুখ। 

বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের নবী-ওলী প্রেমিক তরুণ-যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী, বাইতুন নুর জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা নুরুল ইসলামসহ নবী-ওলী প্রেমিক সর্বস্তরের মুসলিম জনতা।

Comments